ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮,৭৮৭

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। ইসরায়েলি বাহিনীর পাশবিক হামলায় সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৭ জনে। আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৯৭ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ছিল গাজায় চলমান বর্বর হামলার ৬৯তম দিন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমাও ব্যবহার করা হচ্ছে। গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে গত ৬৯ দিনে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েল দক্ষিণ লেবাননেও হামলা চালাচ্ছে। অবশ্য সর্বত্রই ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here