ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

0

একটি তিন মিনিট ত্রিশ সেকেন্ডের ভিডিও। পর্দায় দেখা যাচ্ছে ১৯ বছর বয়সী লিরি আলবাগকে। স্পষ্ট কণ্ঠে হিব্রু ভাষায় তিনি বলছেন , ‘আমাকে মুক্ত করুন।’

হামাসের সশস্ত্র শাখা এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেড এই প্রকাশ করেছে। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। তবে বন্দী কিশোরীর পরিবারের ভাষায়, ‘এখনই সময় সিদ্ধান্ত নেয়ার। আমাদের মেয়ে বন্দী। এমন ঘটনা যদি আপনার সন্তানের সঙ্গে হতো?’

লিরি আলবাগ একজন ১৮ বছরের সেনা সদস্য। ২০২৩ সালের অক্টোবরে গাজার নাহাল ওজ ঘাঁটি থেকে ছয়জন নারী সহকর্মীর সঙ্গে বন্দী হন তিনি। তাদের মধ্যে পাঁচজন এখনও বন্দী। ২০২৩ সালে ইসরায়েলে আক্রমণ করে হামাস ২৫১ জনকে জিম্মি করেছিল। বর্তমানে ৯৬ জন বন্দী গাজায় রয়েছেন।  

এদিকে পরিবারের অনুমতি ছাড়াই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে হোস্টেজস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম। সংগঠনটি বলছে, এই ভিডিও প্রমাণ করছে যে বন্দীদের মুক্তি এখন জরুরি।  

চুক্তি নিয়ে অচলাবস্থা  
হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বহু মাস ধরে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো মধ্যস্থতায় থাকলেও এখনও কোনও স্থায়ী সমাধান আসেনি। শুক্রবার কাতারে নতুন করে আলোচনা শুরুর কথা থাকলেও কোনো অগ্রগতি হয়নি।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেকে বলছেন, তিনি বন্দী মুক্তির চুক্তিতে দেরি করছেন। এদিকে তেল আবিবে প্রতিটি সপ্তাহেই বন্দী মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।   

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় বৃহস্পতিবার জানায়, নেতানিয়াহু কাতারে বন্দী মুক্তি আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিদের যোগদানের অনুমতি দিয়েছেন। তবে কবে এবং কীভাবে বন্দীদের মুক্তি হবে, তা এখনও অনিশ্চিত।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here