ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শনিবার গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ব্রানিত ঘাঁটিতে দক্ষিণ লেবানন থেকে হামলা চালানো হয়।
শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছিলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা যে হামলা চালিয়েছে তার জবাব দেয়া হবে। তার দাবি, রক্তের দাম ইসরায়েলকে রক্ত দিয়েই দিতে হবে।
সূত্র: মেহর নিউজ