ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এই তথ্য জানিয়েছেন।
জানুয়ারি থেকে তুর্কি কর্তৃপক্ষ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে কয়েক ডজন ব্যক্তিকে আটক, গ্রেফতার ও অভিযুক্ত করেছে। গত মাসে ছয়জনকে আসামি করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে ইয়ারলিকায়া বলেন, তুরস্কে লক্ষ্যবস্তু ব্যক্তি ও কোম্পানি সম্পর্কে মোসাদের কাছে তথ্য সংগ্রহ ও বিক্রি করার অভিযোগে পুলিশ আট ব্যক্তিকে আটক করেছে। এর মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছয়জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।