ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

0
ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে আঘিল কেশাভার্জ নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

শনিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ইসরায়েলি শাসনের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত আঘিল কেশাভার্জের মৃত্যুদণ্ড বহাল রাখে ইরানের সুপ্রিম কোর্ট। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মামলার ফাইল অনুযায়ী, কেশাভার্জকে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি, তেল আবিব সরকারের সাথে গোয়েন্দা সহযোগিতা বজায় রাখা এবং ইরানের অভ্যন্তরে সামরিক ও নিরাপত্তা স্থানগুলোর নজরদারি ও চিত্রগ্রহণের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিচারিক নথি থেকে জানা যায়, কেশাভার্জ সাইবারস্পেসের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবার সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন। ইহুদিবাদীদের সঙ্গে সহযোগিতার সময়কালে, তিনি ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদ গোয়েন্দা সংস্থার সাথে পৃথক যোগাযোগ বজায় রাখেন বলেও অভিযোগ প্রমাণিত হয়।

কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্কের মতে, ইসফাহানের ২৭ বছর বয়সী স্থাপত্যের ছাত্র কেশাভার্জ, শাহরুদ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। গত জুন মাসে সংঘাতের সময় ওরুমিয়েহ ভ্রমণের সময় কেশাভার্জকে গ্রেফতার করে ইরানের গোয়েন্দা সংস্থার এজেন্টরা। সূত্র: মেহের নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here