ইসরায়েলি কারাগারে বিনাবিচারে ফিলিস্তিনির মৃত্যু

0
ইসরায়েলি কারাগারে বিনাবিচারে ফিলিস্তিনির মৃত্যু

কোনও অভিযোগ ছাড়াই ইসরায়েলের কারাগারে আটক এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। বিনাবিচারে মারা যাওয়া ওই ফিলিস্তিনির নাম আহমাদ খাদেরাত (২২)। 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি কারাগারে মোট ৭৮ জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে।

প্যালেস্টানিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, প্রশাসনিক বন্দিত্ব আইনের আওতায় খাদেরাতকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। তিনি নাগিভ কারাগারে আটক থাকার সময় গুরুতর অসুস্থ হলে মঙ্গলবার তাকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানেই তার মৃত্যু হয়।

খাদেরাতকে ২০২৪ সালের ২৩ মে থেকে বিনাবিচারে কোনও অভিযোগ ছাড়াই কারাগারে বন্দি রেখেছিল ইসরায়েল কতৃপক্ষ।

সংস্থাটি অভিযোগ করেছে, খাদেরাতের ডায়াবেটিস ছিল এবং নাগিভ কারাগারে থাকার সময় স্ক্যাবিসে আক্রান্ত হয়েছিলেন। বন্দিত্বকালে তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হয় এবং তার ৪০ কেজি ওজন হ্রাস পায়।

প্রশাসনিক বন্দিত্ব আইনের আওতায়, যেকোনও ফিলিস্তিনি নাগরিককে কোনও অভিযোগ ছাড়াই ছয় মাসের জন্য কারাগারে রাখতে পারে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা আদামি’র তথ্যানুযায়ী, বর্তমানে তিন হাজার ৫৪৪ জন ফিলিস্তিনি প্রশাসনিক বন্দিত্বে আছেন। এছাড়া মোট ১১ হাজার ১০০ জন রাজনৈতিক বন্দীর মধ্যে ৪০০ শিশু ও ৫৩ নারী রয়েছেন। সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু এজেন্সি, আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here