ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে ৮০

0
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে ৮০

কামিল মোহাম্মদ মাহমুদ আল-আজরমি-এর মৃত্যুতে গাজায় সংঘাতের সময় ইসরায়েলি হেফাজতে মারা যাওয়া ফিলিস্তিনি বন্দীর সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে।

গাজা উপত্যকার ৬৯ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী গত ১০ অক্টোবর আল-নাকাব-এর একটি ইসরায়েলি কারাগার থেকে ইসরায়েলের সোরোকা হাসপাতালে স্থানান্তরের পর মারা গেছেন। সোমবার জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাফেয়ার্স এই খবর নিশ্চিত করেছে।

প্যালেস্টাইন নিউজ অ্যান্ড ইনফরমেশন এজেন্সি জানিয়েছে, কামিল মোহাম্মদ মাহমুদ আল-আজরমি ছয় সন্তানের জনক। তাকে ইসরায়েলি দখলদার বাহিনী ২০২৪ সালের ২৫ অক্টোবর আটক করে। 

কমিশন অফ ডিটেইনিস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স এবং প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স’ সোসাইটির যৌথ বিবৃতি অনুসারে, গাজায় ইসরায়েলি হামলার শুরু থেকে ইসরায়েলি হেফাজতে মারা যাওয়া ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা ৮০-তে পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১৯৬৭ সাল থেকে ইসরায়েলি জেলে নথিভুক্ত ফিলিস্তিনি বন্দীর মৃত্যুর মোট সংখ্যা এখন ৩১৭ জন। একই সাথে দখলদার কর্তৃপক্ষ ৮৮ জন বন্দীর মরদেহ আটকে রেখেছে। যার মধ্যে ৭৭ জনের মরদেহ ২০২৩ সালের শেষ দিকে গাজায় ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে আটকে আছে।

সূত্র: আল মায়াদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here