‘ইসরায়েলি কারাগারে অনাহারে ফিলিস্তিনি বন্দীরা’

0
'ইসরায়েলি কারাগারে অনাহারে ফিলিস্তিনি বন্দীরা'

ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস (এএসআরএ)। 

বৃহস্পতিবার সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন কারাগারে এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ ফিলিস্তিনি রয়েছেন। এসব বন্দী ও আটক ফিলিস্তিনিদের অনাহারে রেখে নির্যাতন চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে না।

বন্দী অ্যাডভোকেসি গ্রুপটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে, কারাগারে বন্দী ফিলিস্তিনিরা নজিরবিহীন নির্যাতন ও দমনের শিকার হচ্ছেন।

বন্দীদের প্রতিদিনের নিয়ম করে মারধর বা শারীরিক আঘাত করা হচ্ছে। নির্যাতনে কাঁদানে গ্যাস, বৈদ্যুতিক শক, রাবার বুলেটও ব্যবহার করছে ফিলিস্তিন বাহিনী। 

দেশটির ড্যামন কারাগারে নারী বন্দীদের কম্বল ও পোশাকের তীব্র সংকট রয়েছে। তাদের ওপরও চলছে মারধর, চোখ বেঁধে রাখা, ঠান্ডায় ফেলে রাখার মতো বর্বরতা।

বন্দী থাকা ৩৫০ শিশুকে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়া, মারধর ও অনাহারের অভিযোগও করেছে সংস্থাটি।

প্রিজনার্স মিডিয়া অফিসের সর্বশেষ এ প্রতিবেদন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here