ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ: লেবাননের এমপি

0
ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ: লেবাননের এমপি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আবারও শক্তি পুনরুদ্ধার করেছে। তারা ইসরায়েলি বাহিনীর যেকোনো সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলেই দাবি করেছেন লেবাননের পার্লামেন্টের একজন সদস্য।

হিজবুল্লাহর রাজনৈতিক শাখা লয়্যালটি টু দ্য রেজিস্ট্যান্স ব্লক-এর সদস্য হাসান ইজেদিন মঙ্গলবার বলেন, হিজবুল্লাহকে পরাজিত করা অসম্ভব। বর্তমানে প্রতিরোধ আন্দোলনটি তার ক্ষমতার শিখরে অবস্থান করছে।

ইজেদিন আরও বলেন, হিজবুল্লাহ ইস্পাতের মতো দৃঢ় এবং শক্তিশালী। অবিচল রয়েছে। লেবানিজ সমাজের সম্মান ও মর্যাদা রক্ষার ন্যায়সঙ্গত কারণ তাদের সামনে রয়েছে। তিনি বলেন, লেবাননের প্রতিরোধ ফ্রন্ট তাদের শক্তি ফিরে পেয়েছে। এখনো সুপ্রতিষ্ঠিত আছে। তারা যেকোনো প্রতিকূল পদক্ষেপ, সম্ভাব্য জায়নবাদী শত্রুর স্থল আক্রমণ বা লেবাননের আরও ভূখণ্ড দখলের যেকোনো প্রচেষ্টা মোকাবিলা করতে সক্ষম।

ইজেদিন বিশ্বাস করেন, ইসরায়েলি বাহিনী আজ হোক বা কাল হোক দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে সরে যেতে বাধ্য হবে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে এই লেবানিজ আইনপ্রণেতা একে মনস্তাত্ত্বিক চাপ, ভীতি প্রদর্শন এবং অর্থনৈতিক সন্ত্রাসের অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এই আক্রমণগুলোর লক্ষ্য হলো একটি ভীতিকর পরিস্থিতি বজায় রাখা। তার মতে, “বেসামরিক যানবাহন ও অবকাঠামো ধ্বংস করেও তারা আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শত্রুরা কোনোভাবেই আমাদের মনোবল ভাঙতে পারবে না।”

ইসরায়েলের সঙ্গে আলোচনার সম্ভাব্য গতিপথ নিয়েও মন্তব্য করেন হাসান ইজেদিন। তিনি জানান, যদি আলোচনাটি সীমান্তের বিরোধপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করা এবং সমাধানের জন্য পূর্বের ত্রিপক্ষীয় কমিটির মতো হয়, তবে সরকার তা পরিচালনা করতে পারে।

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here