ইসরায়েলি অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে : ইরান

0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজেই যে অন্যায়-অপরাধ করছে তার জন্য তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে।

ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি সবার কাছে প্রমাণিত যে, ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধী সরকার এবং শিশু হত্যাকারী এই সরকারকে সমর্থন দিয়ে আমেরিকা বিরাট ভুল করছে। তাদেরকে মনে রাখতে হবে সমস্ত অপরাধের জন্য তাদেরকে নিশ্চিতভাবে মূল্য দিতে হবে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েল সরকারের ওপর যে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তার কারণে তারা যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন জেনারেল আশতিয়ানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here