ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা

0

শিগগিরই উগ্রপন্থি ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছে আমেরিকা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর যেসব অবৈধ ইহুদি বসতিস্থাপনকারী অত্যাচার নির্যাতন চালিয়েছে— তাদের ওপর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

গত ৭ অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর পশ্চিমতীরে বসতিস্থাপন করা ইহুদিরা স্থানীয় ফিলিস্তিনিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। এছাড়া ইহুদিরা ফিলিস্তিনিদের জলপাই গাছ উপড়ে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। যুদ্ধ বাধার পর ইহুদি বসতিস্থাপনকারীদের হাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়া দখলদার ইসরায়েলি সেনারাও পশ্চিমতীরের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়ে দিয়েছে। তাদের হামলায় সেখানে ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here