ইসরায়েলকে ১৭.৬ বিলিয়ন ডলারের সহায়তা বিল প্রত্যাখ্যান মার্কিন আইন প্রণেতাদের

0

ইসরায়েলকে সহায়তা বিলকে প্রত্যাখ্যান করে ভোট দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। মঙ্গলবারের ওই বিলটিতে ইসরায়েলের জন্য ১৭.৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রস্তাব ছিল।

প্রেসিডেন্ট বাইডেন নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুমকি দিলেও ১৬৭ ডেমোক্রেট আইন প্রণেতা এই বিলের বিপক্ষে ভোট দেন। ১৩ রিপাবলিকান আইন প্রণেতাও বিলটির বিরোধিতা করেন।

এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলকে নতুন করে এক হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার সুপারিশ করে বাইডেন সরকার। সামরিক সহায়তা দেওয়ার এই বিলটি উপস্থাপন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই সামরিক সহায়তা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র ব্যবস্থা, কামান ও অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরির কথা ইসরায়েলের। সূত্র: আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here