ইসরায়েলকে হিজবুল্লাহর থেকে ব্যাপক গোলাবর্ষণের প্রস্তুতি নিতে হবে

0

চলতি সপ্তাহের শুরুর দিকে লেবাননের বৈরুতে হামাস নেতা সালেহ আল-আরুরিকে হত্যার জবাবে ইসরায়েলকে অবশ্যই দেশটির গভীরে ব্যাপক গোলাবর্ষণের প্রস্তুতি নিতে হবে।

হিজবুল্লাহর ঘনিষ্ঠ এক সাংবাদিক এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে এবং জানতে হবে যে হিজবুল্লাহ দেশের গভীরে ভারী গোলাবর্ষণের পরিকল্পনা করছে। 

মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হামাস নেতা সালেহ আল-আরৌরি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীর উপপ্রধান ছিলেন তিনি। তার মৃত্যুর ঘটনায় গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সংঘাতের পরিসর যাতে পুরো অঞ্চলে না ছড়ায়, সে জন্য সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স।

সালেহ আল-আরৌরি হামাসের নীতিনির্ধারণী পর্ষদ পলিটব্যুরোর একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি ওই ড্রোন হামলায় সালেহ ছাড়াও আরও ছয়জন নিহত হন। ইসরায়েল এ হামলার দায় স্বীকার করেনি। সাধারণত ইসরায়েল এসব হামলার দায় স্বীকার করে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here