ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি

0

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীকে আর কোনও নৃশংসতা না চালাতে সতর্ক করেছে তারা।

হামাস বলেছেন, তেল আল-সুলতান, সৌদি পাড়া এবং রাফাহর ব্যারাকস এলাকায় ফ্যাসিবাদী দখলদার বাহিনীর নৃশংস আক্রমণ, বোমাবর্ষণের মাধ্যমে ৫০ হাজারেরও বেশি নিরস্ত্র বেসামরিক নাগরিককে অবরুদ্ধ করা, খান ইউনিসে আল-মাওয়াসিতে তাদের চলমান গোলাবর্ষণ এবং চিকিৎসা দলগুলিকে লক্ষ্য করে বর্বর হামলা, নথিভুক্ত যুদ্ধাপরাধের অংশ।

হামাস আরও বলেছে, ইসরায়েলি আক্রমণ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের গণহত্যা নীতির অংশ, যা সমস্ত আইন, রীতিনীতি এবং আন্তর্জাতিক আইন বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সামিল।

হামাস গণহত্যা ও অপরাধের জন্য ইসরায়েলি বাহিনীকে সতর্ক করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আরব দেশ, জাতিসংঘ এবং বিশ্বের সকল শক্তিকে এই ভয়াবহ অপরাধ এবং গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে এবং গুরুতর পদক্ষেপ নিতে হবে। আহ্বান জানিয়ে শেষ করা হয়েছে।

সূত্র: আল মায়াদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here