আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনার জন্য এবং গাজার রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অপ্রতিরোধ্য দাবির প্রতি মনোযোগ দিতে, রাফায় হামলা বন্ধ করতে এবং গাজা উপত্যকায় আরও গুরুতর মানবিক বিপর্যয় এড়াতে সম্ভাব্য সবকিছু করার জন্য ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
শি জিনপিং বলেন, আমরা অবিলম্বে গাজায় একটি বিস্তৃত ও টেকসই যুদ্ধবিরতি বাস্তবায়ন, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হতে সমর্থন, ফিলিস্তিনি জাতির বৈধ অধিকার পুনরুদ্ধারে সমর্থন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান পুনরায় শুরু এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনের আহ্বান জানাচ্ছি।
শি জোর দিয়ে বলেন, দীর্ঘায়িত সংঘাত মানুষের বিবেকের জন্য পরীক্ষা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সংঘাত থামাতে পদক্ষেপ নিতে হবে।
তিনি ইউক্রেন নিয়ে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, চীন সক্রিয়ভাবে শান্তি প্রচার করছে। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটকে ‘নতুন স্নায়ুযুদ্ধ’ উসকে দিতে যে কোনো পক্ষের বিরুদ্ধেই চীন। সূত্র : সিএনএন