হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শেখ আলি দামোশ হুংকার দিয়ে বলেছেন, তেল আবিব যদি মনে করে তারা লেবাননে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করবে। তবে তাদের জেনে রাখা জরুরি যে হিজবুল্লাহ যোদ্ধারা এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেছেন, ‘তাদের সব কৌশলগত কেন্দ্র আমাদের ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযানের সীমার মধ্যে।’
হিজবুল্লাহর এই শীর্ষ নেতা বলেছেন, ‘লেবাননের প্রতিরোধ যোদ্ধারা বর্তমানে আরো শক্তিশালী। তাদের অসাধারণ ত্যাগ ও অর্জনের জন্য ধন্যবাদ। ইহুদি শত্রুরা হিজবুল্লাহর সাথে বড় সংঘাতে জড়াতে ভয় পায়। কারণ তারা হিজবুল্লাহর আসল শক্তি সম্পর্কে ভালোভাবেই অবহিত আছে।
তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধক্ষেত্রের সিংহপুরুষ। আমরা লেবানন ও ফিলিস্তিনের মানুষকে রক্ষা করার দায়িত্ব থেকে কখনো পিছু হটবো না। ইসরাইলের শত্রুদের অবশ্যই জেনে রাখা উচিত, এই আক্রমণ কখনো আমাদের নীতিতে পরিবর্তন আনতে পারবে না।’