ইসমাত আলম এবার গড়লেন ইতিহাস। আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে নিজের প্রথম টেস্টে করলেন সেঞ্চুরি। তার ও রেহমাত শাহর তিন অঙ্ক ছোঁয়া ইনিংসে লড়াইয়ের পুঁজি পাওয়ার পর বল হাতে বাজিমাত করেন রশিদ খান। ৬ উইকেটে বুলাওয়ায়োতে দ্বিতীয় টেস্ট জয়ের পথে আফগানিস্তান।
স্বাগতিকদের আশা হয়ে ক্রিজে টিকে আছেন ক্রেইগ আরভিন। চারটি চার ও একটি ছক্কায় ৯৭ বলে ৫৩ রানে খেলছেন জিম্বাবুয়ে অধিনায়ক। তাকে সামলাতে হবে ৬ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এদিনই ম্যাচেই পঞ্চমবার পাঁচ উইকেট নেওয়া রাশিদের জাদুকরী বোলিং। ৬৬ রানে ৬ উইকেট নিয়ে এই লেগ স্পিনারই ম্যাচে জয়ের পথে নিয়ে গেছেন সফরকারীদের।
অবদান কম নয় মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে একই সঙ্গে শূন্য ও সেঞ্চুরির বিপরীতধর্মী স্বাদ পাওয়া ইসমাতের। মাত্র নবম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকে আটে নেমে সেঞ্চুরির কীর্তি গড়া এই ব্যাটসম্যান ৯ চারে ১৮১ বলে করেন ১০১ রান।
সফরকারীদের দারুণ পারফরম্যান্সে একরকম আড়ালেই পড়ে গেছেন ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পাওয়া ব্লেসিং মুজারাবানি। ৯৫ রানে ৬ উইকেট নিয়ে তিনিই লক্ষ্য তিনশ ছুঁতে দেননি। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও অবশ্য স্বস্তিতে নেই জিম্বাবুয়ে।