সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন।
এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।
চীনের মধ্যস্থতায় চলতি বছরের ১০ মার্চ প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে রাজি হয় দুই দেশ। সৌদির প্রতিনিধি দল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধানের সাথে সে বিষয়ে আলোচনা করতেই দেখা করেছে।
সূত্র: আল জাজিরা