ইসরায়েলে আকস্মিক আক্রমণে হামাসকে সহায়তা করেছে ইরান। ইরানের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই বড় ধরনের অভিযানে নামে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এই খবর প্রকাশ করেছে।
আল আরাবিয়ার খবর অনুসারে, হামাসকে সহায়তার তথ্য স্বীকার করেছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এমনকি হামাস নেতারাও এই তথ্য স্বীকার করেছেন।
রিপোর্ট অনুসারে, আইআরজিসির অফিসাররা আগস্ট থেকে হামাসের সাথে বিমান, স্থল এবং সমুদ্র পথে আক্রমণের সাথে জড়িত একটি জটিল অপারেশন তৈরি করতে সহযোগিতা করেন। এটা ১৯৭৩ সালের ইয়োম কিপপুর যুদ্ধের পর থেকে ইসরায়েলের সীমানাগুলির সবচেয়ে উল্লেখযোগ্য লঙ্ঘনের একটি ঘটনা বলে মনে করা হচ্ছে৷
শনিবার ভোরে ইসরায়েলে আকস্মিক হামলা শুরু করে হামাস যোদ্ধারা। এই হামলাকে স্বয়ং ইসরায়েলের সামরিক নেতৃবৃন্দও নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করছেন। ইসরায়েলের রয়েছে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা ‘এমনভাবে হামলা হবে’ তা আঁচ করতে পারেনি।
এদিকে সংঘর্ষে এখন পর্যন্ত উভয়পক্ষে সহস্রাধিক নিহত হয়েছে।