ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতার উপর নির্ভরশীল। তেহরান যুক্তরাষ্ট্রের কোনও চিঠির জন্য অপেক্ষা করবে না।
রবিবার এক উন্মুক্ত সংসদীয় অধিবেশনে কালিবাফ এই মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে দাবি করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
ট্রাম্প বলেছেন, ইরানের সামনে দুটি পথ খোলা আছে হয় তারা আলোচনায় বসবে, চুক্তি করবে। আর না হয় সামরিক শক্তির মোকাবেলা করবে।
ইরানের স্পিকার বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের কোনও চিঠির জন্য অপেক্ষা করব না। বিশ্বাস করি যে বিশাল অভ্যন্তরীণ সক্ষমতা এবং অন্যান্য দেশের সাথে বৈদেশিক সম্পর্ক উন্নয়নের সুযোগ ব্যবহার করে আমরা এমন একটি অবস্থানে পৌঁছাতে পেরেছি। যেখানে শত্রুরাই আমাদের কাছে আসবে।
কালিবাফ আরও উল্লেখ করেছেন, অন্যান্য দেশের প্রতি ট্রাম্পের আচরণ দেখায় যে আলোচনার জন্য তার আহ্বান কেবল ইরানকে নিরস্ত্র করার জন্য একটি প্রতারণা।
তিনি আরও জোর দিয়ে বলেন, হুমকি, অপমান এবং নতুন ছাড়ের দাবির সাথে আলোচনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে পরিচালিত করবে না।
সূত্র: প্রেস টিভি