ইরান ও মিত্রদের হুমকি: ইসরায়েল-জার্মানির নিরাপত্তা চুক্তি সই

0
ইরান ও মিত্রদের হুমকি: ইসরায়েল-জার্মানির নিরাপত্তা চুক্তি সই

ইরান ও তার মিত্রদের হুমকি বিবেচনা করে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও জার্মানি। এ চুক্তির মাধ্যমে উভয় দেশ পরস্পরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

গতকাল রবিবার জেরুজালেমে এ চুক্তিতে স্বাক্ষর হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। 
চুক্তিতে সই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড।

চুক্তিতে বলা হয়েছে, ইরান ও তার মিত্ররা কেবল ইসরায়েলের জন্যই হুমকি নয়, বরং সামগ্রিক অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। বিশেষত লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে তাদের সম্পৃক্ততা উল্লেখ করা হয়েছে।

ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, ‘সই হওয়া চুক্তির মাধ্যমে জার্মানির সঙ্গে সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ ও উন্নত প্রযুক্তি আদান-প্রদানে সহযোগিতা আরও বৃদ্ধি করবে।’

এদিকে, রবিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে তিনি ইউরোপীয় ইউনিয়নকে ইরানের বিপ্লবী গার্ডসকে ‘সন্ত্রাসবাদী সংস্থা’ হিসেবে স্বীকৃতি দিতে অনুরোধ করেছেন। 

তিনি ইরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘জার্মানি দীর্ঘদিন ধরেই এ কথা বলে আসছে, বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টি সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে।’

উল্লেখ্য, জার্মানি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ, প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here