আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের জনগণকে সমর্থনের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মাই সাতো। একই সাথে তিনি তেহরানকে জবাবদিহিতিার আওতায় আনতে সহিংসতার বিরুদ্ধে জাতিসংঘের করা তদন্তকে সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) ইরান ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ডাকা জরুরি অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
মাই সাতো বলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের জনগণের মৌলিক অধিকার ও জবাবদিহিতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করার সময় এসেছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই বিক্ষোভ-সম্পর্কিত লঙ্ঘনের তদন্তের জন্য ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনকে ক্ষমতায়ন করা হোক।
জাতিসংঘের বিশেষ দূত দাবি করেন, ইরানের প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকার ফলে সহিংসতার প্রকৃত মাত্রা অস্পষ্ট হয়ে পড়েছে। শাটডাউনের কারণে মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে, যার ফলে রাষ্ট্র তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যদিও নাগরিক সমাজের অনুমান অনুসারে এই সংখ্যা হাজারেরও বেশি। যা ইন্টারনেট বন্ধ থাকায় যাচাই করা সম্ভব হয়নি।
আন্দোলনের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ, স্কুলছাত্রীসহ গণহারে আটক, হাসপাতালে অভিযান এবং আটককৃতদের মিথ্যা স্বীকারোক্তিতে বাধ্য করার খবর পেয়েছেন বলে অভিবেশেনে উল্লেখ করেছেন মাই সাতো।

