ইসলামিক স্টেট (আইএস) বুধবার ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘আইএসআইএস সন্ত্রাসীরা কেবল আমেরিকা ও ইসরায়েলের এজেন্ট হিসাবে কাজ করেছে।’
সালামি বলেন, ঘৃণ্য ইহুদিবাদী সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। প্রতিদিন ফিলিস্তিনিদের হাতে ২০ জন ইহুদিবাদী সেনা নিহত হচ্ছে।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আমাদের শত্রুরা ইরানের শক্তি দেখতে পায় এবং পুরো বিশ্ব ইরানের শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানে। পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বাহিনী স্থান এবং সময় নির্ধারণ করবে।