ইরানে সহিংসতায় নিন্দা জার্মান চ্যান্সেলরের

0
ইরানে সহিংসতায় নিন্দা জার্মান চ্যান্সেলরের

ইরানে সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় তীব্র নিন্দা জানিয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। সোমবার (১২ জানয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি তেহরানকে নৃশংসতা বন্ধের দাবি জানিয়েছেন।

জার্মান চ্যান্সেলর বলেন, এই সহিংসতা শক্তির প্রকাশ নয়, বরং দুর্বলতার লক্ষণ। এই সহিংসতার অবসান হওয়া উচিত। এদিকে দই সপ্তাহ ধরে চলা আন্দোলনের নাগরিক ও নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মন্ত্রীসভা গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং ইন্টারনেট পরিষেবা চালুর কথা কথা জানিয়েছে।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপের মধ্যে হঠাৎ মুদ্রার পতনে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছে। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ হলেও, পরবর্তীতে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here