ইরানে আতশবাজি বিস্ফোরণে হতাহত ৯৬

0

ইরানে আতশবাজি বিস্ফোরণের ঘটনায় গত ১০ দিনে অন্তত পাঁচজন নিহত এবং ৯১ জন আহত হয়েছে।

ইরানের মেডিকেল ইমার্জেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফর মিয়াদফারকে উদ্ধৃত করে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আহতের সংখ্যা ৫৭ শতাংশ বেড়েছে।

আহতদের মধ্যে ১৫ জনের অঙ্গহানি, ৩১ জন চোখে আঘাত এবং ৪১ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

খবরে বলা হয়েছে, ইরানের ঐতিহ্যবাহী আগুন উৎসবের আগের দিনগুলোতে আতশবাজির কারণে সৃষ্ট দুর্ঘটনা বেশি ঘটে থাকে। আগামী ১২ মার্চ দেশটিতে পালিত হবে আগুন উৎসব। 

গত বছর ইরানে আগুন উৎসব পালনের সময় অগ্নিদগ্ধ হয়ে ১১ জন নিহত ও সাড়ে ৩ হাজারের বেশি মানুষ আহত হয়।

ইরানে আগামী ২০ মার্চ পারস্য নববর্ষ উদযাপিত হবে। নববর্ষের আগে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী আগুন উৎসব। ফার্সি ভাষায় চাহারশানবে সুরি নামে অগ্নি উৎসবটি প্রতি বছর ইরানি ক্যালেন্ডার বছরের শেষ মঙ্গলবার রাতে পালিত হয়। উৎসব চলাকালীন, অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে। সূত্র: ইসনা, সিনহুয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here