ইরানে অভিযান চালিয়ে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দাবি

0
ইরানে অভিযান চালিয়ে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দাবি

ইরানের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি তল্লাশির সময় যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তাদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গোপনে এসব অস্ত্র আবাসিক ভবনগুলোতে লুকিয়ে রেখেছিল। 

রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস। এসব সরঞ্জাম বিক্ষোভের আড়ালে সহিংস কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে তাদের ধারণা।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের নির্দেশনা দিতে বিদেশ থেকে দেওয়া ফোনকলের অডিও রেকর্ডিং সরকারের হাতে রয়েছে। তার অভিযোগ, দেশের বাইরে থেকে আন্দোলনকারীদের উসকানি ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছিল।

চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ নতুন করে সামনে এলো। এরই মধ্যে দেশটির কর্তৃপক্ষ বারবার বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলছে। একই সঙ্গে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কাও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

তবে ইরানের ক্ষমতাসীনরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো ধরনের বিদেশি আগ্রাসন মোকাবিলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here