ইরানের হামলার ভয়ে দূতাবাসগুলো খালি করে ফেলেছে ইসরায়েল

0

ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে ইহুদিবাদী ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত তার রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করে ফেলেছে বলে খবর দিয়েছে হিব্রু-ভাষার কয়েকটি পত্রিকা। এসব গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি বিমান হামলার ব্যাপারে তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ভয়ে তেল আবিব এ ব্যবস্থা নিয়েছে। 

হিব্রু দৈনিক ইয়াদিওথ আহারোনোথ জানিয়েছে, ইসরায়েল যেসব দেশে তার দূতাবাসগুলো খালি করে ফেলেছে সেসব দেশের মধ্যে রয়েছে, বাহরাইন, মিশর, জর্দান, মরক্কো ও তুরস্ক। ইসরায়েলি সাংবাদিক ও সামরিক ভাষ্যকার ইতালি ব্লুমেন্তাল এক এক্স পোস্টে লিখেছেন, ‘ইরানি প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে বিশ্বব্যাপী আমাদের দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে। গত সোমবার ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ভয়াবহ বোমা হামলা চালায়। হামলায় পাঁচতলা ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং দু’জন পদস্থ সেনা কর্মকর্তাসহ সাত ইরানি সামরিক উপদেষ্টা নিহত হন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here