ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

0

পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের পর ইসলামাবাদ বুধবার তেহরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। একই সময় ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ ইসলামাবাদে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানে ইরান সফররত পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আপাতত দেশে ফিরে আসতে পারবেন না।

এটিকে ইরানের পাকিস্তানের সার্বভৌমত্বের ‘বিনা প্ররোচনায় এবং স্পষ্ট’ লঙ্ঘন অভিহিত করে ইসলামাবাদ এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘসনদের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে অভিহিত করেছে। সূত্র: জিওটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here