ইরানের বহরে নতুন যুদ্ধজাহাজ

0

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসির নৌবাহিনীর কাছে দেশীয় নকশায় তৈরি বিভিন্ন ধরণের সামরিক সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। যার মধ্যে রয়েছে শহীদ রইস আলী দেলওয়ারি যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় সজ্জিত কয়েক ডজন দ্রুত আক্রমণকারী জাহাজ।

দক্ষিণ ইরানের শহর বন্দর আব্বাসে আইআরসিজি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসি নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি এবং অন্যান্য ঊর্ধ্বতন রাষ্ট্র ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এগুলোকে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাংসিরি বলেন, নতুন ইরানি যুদ্ধজাহাজ তিনটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং একটি হেলিকপ্টার বহন করতে পারে। এটি ৭৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। তিনি বলেন, সামরিক জাহাজটি বর্তমানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা ৩০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানো। এই যুদ্ধজাহাজটি ৩২ নটিক্যাল মাইল বেগে উড়তে পারে।

ইরানি কমান্ডার আরও বলেন, শহীদ রইস আলী দেলভারি যুদ্ধজাহাজে একটি অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। জাহাজটি ৫ হাজার নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে উড়তে পারে। দ্রুত আক্রমণকারী জাহাজগুলি ৬৫-৯০ নট গতিতে চলতে পারে। এটি ধ্বংসাত্মক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।

 

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here