ইরানের কনস্যুলেটে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। এর পরপরই ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় বৃহস্পতিবার সামরিক বাহিনীর সব কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরায়েল।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘‘পরিস্থিতি পর্যালোচনার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সব কমব্যাট ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি ও তেল আবিবের বাসিন্দারা বলেছেন, সেখানে জিপিএস পরিষেবা ব্যাহত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার জন্য এই জিপিএস ব্যবস্থা ব্যবহার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের একটি কনস্যুলেট ভবনে বিমান হামলায় পাঁচ সামরিক উপদেষ্টা ও দুই জেনারেল নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ওই হামলা ইসরায়েল চালিয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।