ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আইআরজিসি’র নৌ শাখায় সম্প্রতি আবু মাহদি আল-মুহান্দিস নামে নতুন যে অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে সেটি শত্রু দেশগুলোর জন্য ইরানের সামরিক প্রস্তুতির বার্তা বহন করছে।’ ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার এসব কথা বলেন তিনি।
চলতি মাসের প্রথম দিকে জাহাজটি আইআরজিসি’র নৌ শাখায় যুক্ত হয়েছে যাতে অত্যন্ত উন্নতমানের রাডার ফাঁকি দেয়ার প্রযুক্তি রয়েছে। এছাড়া ২০০০ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে এই জাহাজটিকে কেউ সনাক্ত করতে পারবে না। জাহাজটি একটানা ১৪ দিন চলতে পারে। রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন, আবু মাহদি মুহান্দিস জাহাজটি পারস্য উপসাগরীয় মুসলিম দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্বের বার্তা বহন করছে কিন্তু চক্রান্তকারীরা যদি কোনো সমস্যা তৈরি করতে চায় তাহলে এই জাহাজ তাদের জন্য ইরানের সামরিক প্রস্তুতির বার্তা বহন করছে।
সূত্র : পার্সটুডে।