ইরানের দ্বীপ উপকূলের পানি রক্তলাল হওয়ার রহস্য কী?

0
ইরানের দ্বীপ উপকূলের পানি রক্তলাল হওয়ার রহস্য কী?

ইরানের হরমুজ দ্বীপ উপকূলে ভারী বৃষ্টির পর সমুদ্রের পানি লাল রঙ ধারণ করেছে। স্থানীয়ভাবে ‘রেড বিচ’ নামে পরিচিত এই সৈকত সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে।

বিজ্ঞানীদের মতে, এই লালাভ রঙের মূল কারণ হলো দ্বীপের লৌহসমৃদ্ধ খনিজসমৃদ্ধ মাটি, যা স্থানীয়ভাবে ‘গোলাক’ নামে পরিচিত। বৃষ্টির পানিতে পাহাড়ি ঢাল থেকে এই মাটি স্রোতের সঙ্গে বয়ে এসে সমুদ্রে মিশে যায়, ফলে পানি ও সৈকতের বালু উজ্জ্বল লালাভ হয়ে ওঠে।

হরমুজ দ্বীপের এই বিশেষ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বছরের প্রতিটি দিন ঘটে না। লাল ছাড়াও দ্বীপে হলুদ, কমলা ও অন্যান্য রঙের শিলাস্তর রয়েছে, যা হাজার বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল।

পর্যটকরা এই ব্যতিক্রমী লালাভ সমুদ্রজল দেখতে ভিড় জমাচ্ছেন, আর আলোকচিত্রীরা এতে তোলা ছবি ও ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা নিশ্চিত করছেন, এই রঙ purely খনিজ পদার্থের কারণে সৃষ্টি হয়েছে এবং এতে কোনও জৈব উপাদান নেই।

সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here