ইরানের কারাগারে সুইস নাগরিকের আত্মহত্যা

0

ইরানের সেমনান প্রদেশের একটি কারাগারে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এক সুইস নাগরিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এক বিচারিক কর্মকর্তা। বৃহস্পতিবার সেমনানের প্রধান বিচারপতি মোহাম্মদ সাদেঘ আকবারি এ তথ্য নিশ্চিত করেন।  

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আকবারি বলেন, আজ সকালে সেমনান কারাগারে এক সুইস নাগরিক আত্মহত্যা করেছেন।  

তিনি জানান, ওই ব্যক্তিকে ইরানের নিরাপত্তা বাহিনী আটক করেছিল এবং তার বিরুদ্ধে মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। আকবারি আরও বলেন, কারাগারের কর্মকর্তারা আত্মহত্যা ঠেকানোর চেষ্টা করেছিলেন, তবে তাতে সফলতা আসেনি।  

তবে তিনি আটক ব্যক্তির নাম, লিঙ্গ বা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।  

এ ঘটনায় এখনো তদন্ত চলছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।  

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here