ইরানি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৪০, আহত ১০০০

0

ইরানের সর্ববৃহৎ বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন  ১০০০ জনের বেশি মানুষ।

শনিবার সকালে রাজাই বন্দরে বিস্ফোরণটি ঘটে। এখনও আশেপাশের এলাকা স্থায়ী বিষাক্ত রাসায়নিকের আগুন জ্বলছে।

ইরানের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে স্থানীয় বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে থাকতে বলেছে। সেই সাথে আরও সুরক্ষামূলক পোশাক পরতে বলা হয়েছে।

বন্দর আব্বাস এলাকায় থাকা সমস্ত স্কুল এবং অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) বন্দর আব্বাসের শহিদ রেজায়ি বন্দরে বিস্ফোরণ ঘটে এবং এরপর আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। বিস্ফোরণের ধাক্কায় সেখানে উপস্থিত অনেকেই এদিক-ওদিক ছিটকে পড়ে। 

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রোববার বলেন, সরকার আগামীকাল সোমবার দেশজুড়ে সাধারণ শোক দিবস ঘোষণা করেছে। তিনি আরও জানান, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বন্দর আব্বাসে বিস্ফোরণস্থল পর্যবেক্ষণ করেছেন।
 
ইরানের প্রেসিডেন্ট রবিবার (২৭ এপ্রিল) বিকেলে শহীদ রেজাই বন্দরে বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি এবং এই ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করতে হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে পৌঁছান। 
 
এরপর তিনি প্রাদেশিক সংকট মোকাবিলা বিষয়ক সদর দফতরের একটি বিশেষ জরুরি সভায় যোগ দেন, যা মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here