ইরানি জাহাজ আটকালে মার্কিন জাহাজ আটকে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের

0

ইরানি জাহাজ আটকালে আমরা মার্কিন জাহাজ আটকে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। তাদের জাহাজ আটক করা হবে। 

সোমবার তেহরানে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রামাজান শরিফ আরও বলেন, ইরান যে গোটা অঞ্চলে এক বড় শক্তি হতে যাচ্ছে তা সব দেশই বুঝতে পেরেছে। তারা আমেরিকার অক্ষমতাও ধরতে পেরেছে। এখন এই অঞ্চলের দেশগুলো মনে করে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের শক্তির দরকার নেই। পারস্য উপসাগরীয় দেশগুলোই এই নিরাপত্তা নিশ্চিত করবে।

ইরান স্বাধীনভাবে নীতি গ্রহণ করে এবং বিপ্লবী ও প্রতিরোধ ফ্রন্টকে রক্ষায় কাজ করে বলে মন্তব্য করেন রামাজান শরিফ। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here