ইরাকে কর্মসংস্থান নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

0
ইরাকে কর্মসংস্থান নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরাকে কর্মসংস্থানের বিষয়ে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে সতর্ক করেছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইরাক প্রবাসী/অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে সীমিত আকারে বাংলাদেশ থেকে ইরাকে বাংলাদেশ ও ইরাকের সরকারি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিএমইটি থেকে ম্যানপাওয়ার কার্ড নিয়ে আগমন করছে। তবে ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় ব্যক্তি লোভনীয় সুযোগ সুবিধাসহ বৈধভাবে ইরাকে কর্মসংস্থানের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে।

এসব বিজ্ঞাপন দ্বারা প্রতারিত না হয়ে বিজ্ঞাপন দাতা কোম্পানি বৈধ লাইসেন্সধারী কিনা, তা যাচাই করে সরকারি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আগমন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত পরামর্শের জন্য ইরাকে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মোবাইল নম্বর ও ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হলো: মোবাইল নম্বর: +৯৬৪৭৭৬৭০৫৯৬৭১ (হোয়াটস অ্যাপ), ই-মেইল : [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here