ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ব্যবহৃত তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই হামলাকে ‘প্রয়োজনীয়’ ও ‘আনুপাতিক’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরাকে কাতাইব হিজবুল্লাহ ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ব্যবহৃত তিনটি স্থাপনায় প্রয়োজনীয় ও আনুপাতিক হামলা চালিয়েছে।
ইরান সমর্থিত বাহিনীর হামলার জবাবে পাল্টা নির্ভুল হামলা চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র ও আমাদের সৈন্য, আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।