ইয়েমেন শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে : প্রতিরক্ষামন্ত্রী

0

ইয়েমেন সর্বাত্মক শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ নাসির আল আতিফি।

তিনি আরও বলেন, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে প্রথম দফা আলোচনা সফল হয়েছে এবং খুব শিগগিরই দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে।

তিনি বলেন, আমরা শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক। তবে আমরা আমাদের বন্দুক, কামান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছি এবং প্রয়োজনে তা ব্যবহার করা হবে।

নাসির আল আতিফি হুঁশিয়ারি দিয়ে বলেন, সবারই জেনে রাখা উচিৎ ভবিষ্যতে আবারও লড়াই হলে তা ইয়েমেনের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকবে না। নিশ্চিতভাবে আগ্রাসীদের ভূখণ্ডের গভীরে আঘাত হানব আমরা।

প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে আগ্রাসন শুরু হয়। এই আগ্রাসনে হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া, লাখো মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here