ইয়েমেন উপকূলে হামলার শিকার ব্রিটিশ জাহাজ

0

ইয়েমেনের উপকূলে একটি ব্রিটিশ জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের সমুদ্র বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন। তবে হামলার পর সেখানকার পরিস্থিতি কী হয়েছিল তা পরিষ্কার করেনি সংস্থাটি।

গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তিনটি ছোট বোট ব্রিটিশ জাহাজের ওপর চড়াও হয় এবং এসব বোট থেকে জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। প্রতিটি বোটে তিন থেকে চারজন আরোহী ছিল।। পরে অবশ্য সংস্থাটি একে হামলা না বলে একটি ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

এডেন উপসাগরের তীরে অবস্থিত নিশতুন বন্দরটি ২০১৫ সাল থেকে সৌদি জোট নিয়ন্ত্রণ করে আসছে। ওই এলাকায় বেশ কয়েকবার কয়েকটি জাহাজ হামলার মুখে পড়েছে। তবে কেউ কখনো এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here