ইয়েমেনে হামলা হলে পরিণতি ভোগ করতে হবে: হুথিদের হুঁশিয়ারি

0

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর অঞ্চলে অবস্থানরত ‘শত্রু বাহিনী’কে সতর্ক করেছে। তারা জানিয়েছে, গাজার আসন্ন যুদ্ধবিরতির সময় ইয়েমেনে কোনো ধরনের হামলা হলে এর ‘গুরুতর পরিণতি’ হবে।   

এক বিবৃতিতে হুথি বাহিনী জানিয়েছে, গাজার যুদ্ধবিরতির সময় যদি ইয়েমেনে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বিশেষ সামরিক অভিযান চালিয়ে জবাব দেবে। এতে কোনো সীমা বা লাল লাইন মানা হবে না। 

হুথি বাহিনী আরও বলেছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইয়েমেনে হামলা চালানো হলে তারা কঠোর সামরিক পদক্ষেপ নেবে। এই অভিযানে আক্রমণকারী বাহিনীকে টার্গেট করা হবে এবং প্রতিক্রিয়া হবে সীমাহীন।  

গাজার যুদ্ধবিরতির সময় ইয়েমেন এবং লোহিত সাগর অঞ্চলে এমন হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। হুথিদের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here