ইয়েমেনে সংঘাত অবসানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, আমরা ইয়েমেন ইস্যু নিয়ে সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। ইয়েমেনে আমরা কোনো সমস্যা চাই না।
ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিনিধি দল গত সপ্তায় রিয়াদ সফরে গিয়েছিল। ২০১৪ সালে ইয়েমেন যুদ্ধ শুরুর পর এটাই ছিল রিয়াদে সানার প্রতিনিধি দলের প্রথম আনুষ্ঠানিক সফর।
দৈনিক আশ-শারকুল-আওসাত লিখেছে সৌদি ক্রাউন প্রিন্স “মোহাম্মদ বিন সালমান” গতরাতে ইয়েমেনের সাথে শান্তি আলোচনা প্রসঙ্গে বলেছেন, দেশটিতে এখন সংঘাত অবসানের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে।
সূত্র : পার্সটুডে।