ইয়েমেনে বড় বিক্ষোভ, ইসরায়েলি মিত্রদের ওপর আরো হামলার দাবি

0

এবার শুক্রবার ইয়েমেন কাঁপলো সাধারণ মানুষের প্রতিবাদে। দেশটির বিভিন্ন প্রদেশের হাজার হাজার মানুষ বেরিয়ে এলো রাস্তায়। তারা স্লোগান তুললো, ‌‘আমাদের পথ মিশে গেছে ফিলিস্তিনের সাথে, সব পথ ধরেই আমরা বিজয়ের দিকে এগিয়ে চলেছি।’  

এই বিক্ষোভকারীরা আনসার আল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আব্দুল মালিক আল হুথির কাছে বিশেষ আহ্বানও জানিয়েছেন। তারা ফিলিস্তিনের জনগণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার দাবিও জানান। 

এসময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি পণ্য বয়কট করার ডাকও দিয়েছেন। এমনকি যারা এই দেশগুলোকে সহায়তা করা সেইসব কোম্পানির পণ্যও বয়কট করতে বলেছেন তারা। 

ওই বিবৃতিতে গাজার মানুষের সমর্থনে ভবিষ্যতেও আরো প্রতিবাদ, সভা, লংমার্চ করা হবে বলে জানানো হয়েছে। বিক্ষোভকারীরা গাজায় এমন নির্মমতার দিনে আরব দেশগুলোর নীরব থাকার বিষয়েও নিন্দা জানিয়েছে।

 

সূত্র: আল মায়াদিন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here