ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৭৮

0

ইয়েমেনের রাজধানী সানায় পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। জাকাতের টাকা নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।

গতকাল বুধবার রাতে বাব-আল-ইয়েমেন এলাকায় একটি স্কুল প্রাঙ্গণে ঘটে যাওয়া দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া জাকাতের টাকা বিতরণ করা হচ্ছিল ওই স্কুলে। জনপ্রতি যে অর্থ দেওয়া হচ্ছিল, তার পরিমাণ ৯ ডলারের মত। আর সেই অর্থ নিতেই এসে এই দুর্ঘটনা ঘটেছে।

ওই এলাকার নিয়ন্ত্রণ ২০১৫ সাল থেকেই হুথি বিদ্রোহীদের হাতে। 
 
ওই ঘটনায় কারা দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়টির এক মুখপাত্র জাকাত বিতরণের অবহেলা ও অনিয়মকে দায়ী করছেন।

 

সূত্র: বিবিসি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here