ইয়েমেনে জাতিসংঘের ২০ কর্মীকে আটক করলো হুথি বিদ্রোহীরা

0
ইয়েমেনে জাতিসংঘের ২০ কর্মীকে আটক করলো হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন ইয়েমেনি নাগরিক ও ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের পর রবিবার আরও ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এটি ২৪ ঘণ্টার মধ্যে সানায় জাতিসংঘের ভবনে দ্বিতীয় অভিযান।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, তারা হুথি বিদ্রোহী ও অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন—“এই গুরুতর পরিস্থিতি দ্রুত সমাধান, সব কর্মীর মুক্তি এবং সানার কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য।”

অন্যদিকে পৃথক একজন জাতিসংঘ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হুথি বাহিনী অভিযানের সময় কম্পিউটার, ফোন ও সার্ভারসহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।

আটককৃতদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন, যার মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) রয়েছে। জাতিসংঘের তথ্যমতে, এখন পর্যন্ত হুথিদের হাতে অন্তত ৫০ জনের বেশি জাতিসংঘ কর্মী আটক আছেন।

অন্যদিকে হুথিরা দাবি করছে, আটককৃত জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছে। তবে এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ।

সূত্র: গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here