ইয়েমেনে ইসারয়েলের হামলা, নিহত বেড়ে ৩৫

0
ইয়েমেনে ইসারয়েলের হামলা, নিহত বেড়ে ৩৫

ইয়েমেনে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩০ জন। দেশটির রাজধানী সানা লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়াও আল-জওয়াফ প্রদেশেও হামলা চালিয়েছে ইসরায়েল।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। প্রথমে তারা জানিয়েছিলো এই হামলায় ৯ জন মারা গেছে।

মন্ত্রণালয়টি বৃহস্পতিবার জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা। 

আবাসিক এলাকা ও স্বাস্থ্য সেবা কেন্দ্র করে ইসরায়েল এই হামলা চালিয়েছে। 

জরুরি পরিষেবা কর্মীরা বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে বেঁচে যাওয়া মানুষদের বের করে আনার চেষ্টা করছেন। 

আল মায়াদিনকে এক ইয়েমেনি সূত্র জানিয়েছে, একটি সংবাদপত্রের প্রধান কার্যালয় লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন সাংবাদিক হতাহত হয়েছেন।

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here