ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে আমেরিকা-ব্রিটেন

0

ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাতে এই হামলা চালানো হয়।

বিভিন্ন সংবাদ মাধ্যমে আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আল-মাসিরাহ টিভি আরও জানিয়েছে, মার্কিন-ব্রিটিশ যুদ্ধবিমানগুলো এখনও ওই এলাকায় চক্কর দিচ্ছে।

গত বৃহস্পতিবার থেকে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় সিরিজ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দুটি বলছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আরও হামলা থেকে হুতিদের নিবৃত করতেই তারা এই হামলার পদক্ষেপ নিয়েছে। 

উল্লেখ্য, বিগত দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সশস্ত্র গোষ্ঠটি বলছে, গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েল হামলা বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগরে তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। সূত্র: ব্লুমবার্গ, সিনহুয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here