ইয়েমেনে আটক ইসরায়েলি জাহাজে হামলা চালাল মার্কিন যুদ্ধবিমান

0

মার্কিন যুদ্ধবিমান এবার ইয়েমেনে আটক ইসরায়েলি একটি জাহাজে একাধিক বোমা হামলা চালিয়েছে বলে জানা গেছে। সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। 
খবর মেহর নিউজের।

বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমান শনিবার রাতে গ্যালাক্সি লিডার নামক ইসরায়েলি জাহাজটিতে তিনবার হামলা চালানো হয়। তবে ওই হামলার পরিমাণ বা ক্ষতির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ইসরায়েলি বিমানঘাঁটিসহ একাধিক অবস্থানে বারবার আঘাত হানছে। বিশেষ করে গাজার বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের পরিপ্রেক্ষিতে। 

যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত। তবে এ ধরনের হামলার ফলে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক অবস্থান সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে।

জানা গেছে, গ্যালাক্সি লিডার জাহাজটি মূলত একটি বাণিজ্যিক জাহাজ হিসেবে পরিচিত। তবে এটি কবে এবং কীভাবে ইয়েমেনের হাতে আটক হয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here