কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ফেনীতে পাচারকালে মা ও ছেলেসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
রবিবার (১৯ মার্চ ) সকালে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার নয়াবাজার নবী হোসেনের ছেলে মো. সোহেল , তার মা আয়েশা বেগম, টেকনাফ খারাংখালী এলাকার নূর আহাম্মদের মেয়ে জাহানারা বেগম এবং সিকদারপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে জহুরা বেগম।
র্যাব আরও জানায়, গ্রেফতারদের মধ্যে সোহেলের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায়, আয়েশা বেগমের বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় এবং জহুরা বেগমের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনের মামলা রয়েছে।
গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।