গ্রুপ পর্বে হারের শোধ ফাইনালেই নিল পাকিস্তান। ভারত ‘এ’ দলকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান ‘এ’।
পাকিস্তানের দেওয়া ৩৫৩ রানের টার্গেটে খেলতে নেমে ২৪০ রানেই গুটিয়ে গেছে ভারত।
মেহরান মুমতাজ ও মোহাম্মদ ওয়াসিমের ক্যামিওতে এরপরও ৩৫০ পেরোয় পাকিস্তান।
৩৫২ রান তাড়া করতে নেমে খেই হারানো ভারত ৪০ ওভাররের শেষ বলে গিয়ে অলআউট হয়ে যায় তারা।