ইমরান খান গ্রেফতার: এখন পর্যন্ত যা জানা গেল

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করেছে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।

যা বলছে পিটিআই
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই বলেছে, আদালত চত্বর থেকে ইমরান খানকে অপহরণ করা হয়েছে। দলের এক টুইট বার্তায় বলা হয়েছে, পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে অপহরণ করেছে রেঞ্জার্স। ভিডিও পোস্ট করে বলা হয়েছে, ‘এই সেই চিত্র।’ পিটিআই পাকিস্তানের সাহসী জনগণকে রাস্তায় বেরিয়ে দেশকে রক্ষার আহ্বান জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সানা উল্লাহ

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, খানকে দেশের রাষ্ট্রীয় আমানতের ক্ষতিসাধনের জন্য গ্রেফতার করা হয়েছে। এক টুইট বার্তায় সানা উল্লাহ বলেছেন, ইমরান খান নোটিশ সত্ত্বেও আদালতে হাজির হননি। সহিংসভাবে খানকে তুলে নেওয়া হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 

আদালত
 ইমরান খানকে গ্রেফতারের পরপরই ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্রসচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তলব করেছেন। 

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ কী

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। ক্ষমতায় থাকাকালীন ইমরান খান আল-কাদির ট্রাস্টকে বাহরিয়া টাউনে ৫৩০ মিলিয়ন রুপি মূল্যের জমি অবৈধভাবে বরাদ্দ দিয়েছিলেন বলে অভিযোগ। এই ট্রাস্টের মালিকানায় আছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। তার বিরুদ্ধে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here